ফরেক্স ট্রেডিং কি? | Forex Trading in Bengali

যারা নিয়মিত ইন্টারনেট ব্যবহার করেন তারা প্রায়ই একটি নাম শুনে থাকবেন আর সেটা হলো Forex Trading । আপনারা ভাবতে পারেন যে ফরেক্স ট্রেডিং কি? তাহলে চলুন জানতে চেষ্টা করি Forex Trading কি?
ফরেক্স ট্রেডিং হচ্ছে Foreign Exchange Trade অথবা Foreign Currency Exchange । সহজ বাংলা ভাষায় বলতে গেলে বিভিন্ন দেশের মুদ্রা ক্রয়-বিক্রয় করার মাধ্যমে ট্রেড করা। অর্থাৎ এক দেশের currency-এর সাথে অন্য দেশের currency বিনিময় করার মাধ্যমে ট্রেড করা হয়।

যেমনঃ ধরুন আপনার কাছে ৮০ টাকা আছে এবং সেই ৮০ টাকা দিয়ে আপনি ১ ডলার কিনলেন এবং কিছুদিন পর দেখলেন টাকার বিপরীতে ডলারের দাম বেড়ে প্রতি ডলার সমান ৮৫ টাকা হয়ে গেলো। এখন আপনি এই ১ ডলার ৮৫ টাকায় বিক্রয় করে দিলেন এবং আপনার ৫ টাকা লাভ হলো।
আবার ধরুন টাকার বিপরীতে ডলারের দাম কমে ৮০ টাকা। এখন আপনি যদি ১ ডলার কিনেন, তাহলে ডলারের দাম বাড়লে আপনি আবার এই ডলার বিক্রি করে লাভ করতে পারবেন। মুদ্রা ক্রয়-বিক্রয়ের মাধ্যমে ফরেক্স বাজারে লাভ করতে পারবেন।

ফরেক্স ট্রেডিং অনেকটা মুদ্রা ক্রয়-বিক্রয় করার মতো। তবে Forex Trading মুদ্রা ক্রয়-বিক্রয় এর মতো এতো কঠিন বা অনেক সময়সাপেক্ষ নয়। Forex Trading আরও অনেক সহজ। ট্রেডিং করতে আপনাকে বেশি পরিমান টাকা ইনভেস্ট করতে হবে না বা অনেক সময় ধরে বসে থাকতে হবে না মুদ্রার দাম ওঠা-নামা করার জন্য।

Forex Market এ প্রতিনিয়ত মুদ্রার দাম উঠা-নামা করে। তাই বেশি সময় অপেক্ষা করতে হয়না। ফরেক্স মার্কেটে অল্প বিনিয়োগ করেই ট্রেড করা যায় এবং ভালো ভাবে trading করতে পারলে অনেক বেশি লাভ করা যায়। পৃথিবীর সবচেয়ে বেশি অর্থ লেনদেন হয় ফরেক্স বাজারে। শেয়ার মার্কেটে শেয়ারের দাম বাড়লেই লাভ হয় কিন্তু Forex Market এ মুদ্রার দাম বৃদ্দি বা হ্রাস দুই ক্ষেত্রেই লাভ করা যায় এমন কি ইনভেস্ট ছাড়াও।

Forex Market কি?

Forex Trading একটি অনলাইন ভিত্তিক আন্তর্জাতিক মার্কেট। ফরেক্স মার্কেটে পৃথিবীর অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলোর মুদ্রা ক্রয়-বিক্রয়ের মাধ্যমে ট্রেডিং করা হয়। এই মুদ্রাগুলো একটি দেশের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রা জোড়া আকারে থাকে।

ফরেক্স মার্কেটে প্রতিদিন প্রায় চার লক্ষ কোটি টাকারও বেশি লেনদেন হয়। সারা বিশ্বে এই মার্কেটের মতো এতো বড়ো ও জনপ্রিয় মার্কেট আর একটিও নেই। Forex trading বর্তমান আমাদের দেশেও অনেক জনপ্রিয়।

Forex মার্কেটটি কিছুটা শেয়ার মার্কেটের মতো, তবে শেয়ার মার্কেটের সঙ্গে কিছু সামঞ্জস্য থাকলেও কাজের ক্ষেত্রে শেয়ার মার্কেট থেকে আলাদা এবং নিরাপদ। এই মার্কেটটি অনেক বড়ো তাই কোনো ব্যক্তি বা দেশের পক্ষে একা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

এটি তার নিজ গতিতেই চলে এবং Forex Market এ লোকসানের পরিমাণ খুব কম। এটি এমন একটি মার্কেট যেখানে ট্রেড করতে জানলে কোন মুদ্রার দাম কমলেও লাভ আবার বাড়লেও লাভ করতে পারবেন।

ফরেক্স ট্রেডিং কিভাবে করতে হয়?

ফরেক্স ট্রেডিং (Forex trading) করতে হলে আপনাকে যেকোনো একটি ফরেক্স ব্রোকার ওয়েবসাইটে একাউন্ট খুলতে হবে। ফরেক্স ওয়েবসাইট গুলো আপনাদের অনেক সুযোগ-সুবিধা দিবে বিনিময় করার জন্য। ফরেক্স মার্কেট সপ্তাহে শনিবার ও রবিবার ছাড়া বাকি পাঁচ দিন ২৪ ঘন্টা খোলা থাকে।

ফলে সপ্তাহের এই পাঁচ দিনের যে কোনো সময় আপনার সুবিধামতো ট্রেড করতে পারবেন। তবে ফরেক্স ট্রেডিং এ শুধুমাত্র যে currency বা অর্থ ট্রেড হয় সেটা ভুল কথা, এখানে আরও অনেক কিছু ট্রেডিং করা হয়। যেমন- সোনা, রুপা ইত্যাদি। তবে এইগুলো currency ট্রেড করার মতো এতো জনপ্রিয় নয়।

ফরেক্স ট্রেডিং-এর প্রধান সুবিধাগুলো:

  • ফরেক্স ট্রেডিং সম্পূর্ণ অনলাইন এবং ঝামেলাহীন। আপনি বিশ্বের যেকোনো জায়গায় বসে ট্রেড করতে পারবেন।
  • অন্যান্য কাজ বা চাকরির ফাঁকে করতে পারবেন।
  • ঘরে বসে অনলাইন আয় (income) করতে পারবেন।
  • Demo trade করা যায়।
  • আপনাকে বেশি সময় দিতে হবে না।
  • কম পুঁজি দিয়ে ট্রেড ব্যবসা শুরু করতে পারবেন।
  • দিনের যেকোনো সময় নির্দ্বিধায় ট্রেড পারবেন।
ফরেক্স ট্রেডিং এর অনেক সুবিধা আছে, আপনারা এখানে ট্রেড এর কিছু সুবিধার বিষয়ে জানতে পারবেন:

সর্বপ্রথম যে সুবিধার কথা বলবো সেটা হলো এটি একটি অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান। ফলে যে কেউ চাইলে ফরেক্স ট্রেডিং (Forex trading) করতে পারবেন। কারণ আপনি পেশারই হন না কেন এবং যেখানেই থাকেন না কেন আপনার একটি কম্পিউটার বা ল্যাপটপ এবং তার সাথে ইন্টারনেটের সংযোগ থাকলেই আপনি অন্য যেকোনো কাজের পাশাপাশি ফরেক্স ট্রেডিং করতে পারবেন এবং পৃথিবীর যেকোনো জায়গায় বসে ট্রেড পরিচালনা করতে পারবেন।
আপনাকে ফরেক্স ট্রেডিং এর পিছনে খুব বেশি সময় ব্যয় করতে হবে না। শুধুমাত্র আপনাকে মাঝেমধ্যে ট্রেড লাইনটি চেক করলেই চলবে। আপনি যদি ট্রেড শুরু করে সেখানে নাও থাকতে পারেন তারপরও আপনি চাইলে ট্রেড আপনার নিয়ন্ত্রণে রাখতে পারবেন।

আপনি যদি ট্রেড চাল করে কম্পিউটার স্ক্রিনের সামনে নাও থাকতে পারেন তাহলেও কোনো সমস্যা নেই কারণ Stop loss এবং take profit সিস্টেম থাকার কারণে আপনার ট্রেডে লোকসানের হার আপনার হাতে থাকবে। আপনি লোকসানের লিমিট যতটুকু নির্ধারণ করবেন তার বেশি লোকসানের মুখ আপনি দেখবেন না।

তার জন্য ফরেক্স মার্কেটে আপনাকে শেয়ার বাজারের তুলনায় কম ঝুঁকি নিতে হয়। আপনার নির্ধারিত সীমা অতিক্রম করার পর ট্রেড আপনা আপনি বন্ধ হয়ে যাবে এবং take profit এর মাধ্যমে যতটুকু লাভের পর আপনি ট্রেড বন্ধ করতে চান সেটাও নির্ধারণ করতে পারবেন এবং ট্রেড বন্ধ হয়ে গেলে আপনার একাউন্টে লাভের পরিমান যোগ হয়ে যাবে। যারা ঘরে বসে অন্য কাজের ফাঁকে অতিরিক্ত অর্থ উপার্জন করতে চান তাদের জন্য ফরেক্স একটি ভালো ব্যবসা হিসাবে রূপান্তরিত হতে পারে।

এর আরেকটি সুবিধা হলো ফরেক্স ট্রেডিং করার জন্য আপনাকে কোনো অর্থনীতিবিদ হতে হবে না এবং বাণিজ্য নিয়ে বিশারদও হওয়ার প্রয়োজন নেই। ফরেক্স ট্রেডিং এ আপনি ফরেক্স মার্কেটের কিছু সাধারণ বিষয় জেনে একটু অধ্যাবসায়ের মাধ্যমে ট্রেড করতে পারবেন।

তাছাড়া Forex Market এ আপনি স্বল্প বিনিয়োগের মধ্যেও লাভ করতে পারবেন লিভারেজ সুবিধার মাধ্যমে। লিভারেজ বা লোন হচ্ছে ফরেক্স ট্রেডিং এর আরেকটি সুবিধা। ফরেক্স ট্রেডিং (Forex trading) এর অন্য একটি সুবিধা হলো Demo Trade. Demo trade এর মাধ্যমে আপনি আপনার টাকা বিনিয়োগ না করে ভার্চুয়াল টাকা দিয়ে ট্রেড করতে পারবেন।

ডেমো ট্রেডের মাধ্যমে আপনার ফরেক্স মার্কেটের লাভ করার একটি ভালো প্রশিক্ষণ পেয়ে যাবেন এবং আপনি এই ট্রেড আপনার ইচ্ছানুসারে ব্যবহার করতে পারবেন। Demo trade এ লাভ হলে আপনি real trade শুরু করতে পারেন।

ফরেক্স ট্রেডিং করার প্রস্তুতি

আসলে ফরেক্স ট্রেডিং শুরু করার আগে আপনাকে প্রথমে নিজে মানষিক এবং কৌশলের দিক দিয়ে প্রস্তুত থাকতে হবে। ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে মানষিক প্রস্তুতি অনেক বেশি জরুরি কারণ আপনার মন অনেক সময় বিচলিত হতে পারে। আরো একটি কথা মনে রাখবেন, কোনো ব্যবসাতে রাতারাতি কোটিপতি হওয়া যায় না।
আপনি যদি তাড়াতাড়ি কোটিপতি হওয়ার আশায় হিসাব না করে ফরেক্স মার্কেটে ট্রেডিং করলে, কখন যে আপনার একাউন্ট শূন্য হয়ে যাবে বুঝতেও পারবেন না। ধীরে-সুস্থ্যে যেকোনো কাজ করলে কাজের ফল পাবেন তাছাড়া আপনারই সময় নষ্ট হবে এবং একবার লোকসান হলেই যে আপনি ট্রেডিং করতে অসমর্থ সেটাও নয়, চেষ্টা করুন কারণ চেষ্টা ও পরিশ্রমের কোনো বিকল্প নেই।

লোকসানের ভয়ও আপনাকে ট্রেডিং করা থেকে দূরে রাখতে পারে। আপনার কৌশল থাকলে কেউ আপনাকে ট্রেডিং থেকে আটকাতে পারবে না এবং তার জন্য প্রথম মাস Demo trade করুন এবং ফরেক্স বাজারের মৌলিক বিষয় সম্পর্কে একটু ধারণা অর্জন করুন।

ফরেক্স ট্রেডিং করতে কি-কি প্রয়োজন

সর্বপ্রথম আপনি মানষিক এবং কৌশলের দিক দিয়ে নিজেকে তৈরি করুন। কারণ এগুলো আপনাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করবে। এখানে আপনার প্রয়োজন পড়বে একটি কম্পিউটার বা ল্যাপটপ, একটি ইন্টারনেটের সংযোগ এবং কিছু অনলাইন ডলার থাকতে লাগবে।

অনলাইন ডলার বা ইন্টারনেট ডলার আপনি ফ্রিল্যান্সারদের নিকট পেয়ে যাবেন। ফ্রিল্যান্সার হলো যারা ইন্টারনেটে কিছু টাকার বিনিময়ে আপনার জন্য কাজ করে দিবে। ফরেক্স ব্রোকার সাইটে আপনাকে একটি একাউন্ট খুলতে হবে এবং এটি সম্পূর্ণ বিনামূল্যে খুলতে পারবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
5 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • Ridoy
    Ridoy January 7, 2023 at 8:54 AM

    Nice post

    • jorip
      jorip February 26, 2023 at 1:09 AM

      ধন্যবাদ

  • Jony
    Jony February 9, 2023 at 2:56 AM

    নাইচ

  • jorip
    jorip February 26, 2023 at 1:09 AM

    ধন্যবাদ

  • Munna
    Munna March 31, 2023 at 8:25 AM

    Good

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

জরিপ টোয়েন্টিফোর ডটকম এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url