নগদ ক্যাশ আউট চার্জ - Nagad Cashout Charge

নগদ ক্যাশ আউট চার্জ - প্রতি ১,০০০ টাকায় নগদ একাউন্টের ক্যাশ আউট চার্জ মাত্র ৯.৯৯ টাকা। যা বাংলাদেশের মোবাইল ব্যাংকিং সেবাগুলোর মধ্যে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ। তবে নগদ একাউন্টের ক্যাশ আউট চার্জ কত হবে তা নির্ভর করছে আপনি কিভাবে কত টাকা উত্তোলন করছেন এবং আপনার নগদ একাউন্টটি রেগুলার নাকি ইসলামিক তার উপর।
রেগুলার একাউন্টে নগদ কোড এবং অ্যাপ দিয়ে ক্যাশ আউট করলে নগদ একাউন্টের ক্যাশ আউট চার্জ কম বেশি হয়। তাই, নগদ একাউন্টের ক্যাশ আউট চার্জ কত সেসম্পর্কে বিস্তারিতভাবে জানলে nagad cash out charge কমানো সম্ভব হবে।

নগদ একাউন্টের ক্যাশ আউট চার্জ : প্রতি হাজারে ৯.৯৯ টাকা

নগদ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা। রকেট এবং বিকাশের সাথে নতুন করে যতগুলো মোবাইল ব্যাংকিং সেবা এসেছে, তাদের মধ্যে সবচেয়ে বেশি সফলতা এবং জনপ্রিয়তা পেয়েছে নগদ।
জনপ্রিয়তা পাওয়ার পিছনে আস্থার পাশাপাশি নগদের খরচ তথা nagad cashout charge বিকাশের খরচের চেয়ে তুলনামূলক কম হওয়া। আপনি যদি নগদ উদ্যোক্তা একাউন্ট খোলার নিয়ম না জানেন, তবে নগদ উদ্যোক্তা একাউন্ট খোলার নিয়ম জেনে নিন। আপনার যদি নগদ একাউন্ট খোলা থাকে তাহলে চলুন নগদ একাউন্টের ক্যাশ আউট চার্জ কত, নগদে হাজারে কত টাকা চার্জ কাটে তা জেনে নেওয়া যাক।

নগদের ক্যাশ আউট চার্জ কত হবে, তা নির্ভর করছে আপনি কিভাবে, কত টাকা উত্তোলন করছেন। নগদে দুই পদ্ধতিতে ক্যাশ আউট করা যায়-
  • নগদ কোড দিয়ে এবং
  • নগদ অ্যাপ দিয়ে

১. *167# কোড দিয়ে নগদ একাউন্টের ক্যাশ আউট চার্জ (রেগুলার একাউন্ট)

নগদ এজেন্ট পয়েন্ট এ USSD বা নগদ কোড দিয়ে রেগুলার একাউন্ট থেকে ক্যাশ আউট করার জন্য প্রতি হাজারে ১৩.০৪ টাকা খরচ হবে (ভ্যাট ছাড়া)। ভ্যাটসহ নগদ একাউন্টের ক্যাশ আউট চার্জ হবে ১৫ টাকা।
অর্থাৎ, যদি আপনি নগদ একাউন্ট থেকে ১,০০০ টাকা উঠাতে চান, তাহলে ১,০১৫.০০ টাকা একাউন্ট থেকে কাটা হবে।

২. অ্যাপ দিয়ে নগদ ক্যাশ আউট চার্জ (রেগুলার একাউন্ট)

অন্যান্য মোবাইল ব্যাংকিং সার্ভিসের মতো নগদেও অ্যাপ ব্যবহারে অতিরিক্ত সুবিধা পাওয়া যায়। সুবিধাগুলোর মধ্যে কম খরচে নগদের ক্যাশ আউট অন্যতম।

অ্যাপ দিয়ে নগদ একাউন্ট থেকে ক্যাশ আউট চার্জ মাত্র ৯.৯৯ টাকা (ভ্যাট ছাড়া), ভ্যাট সহ চার্জ ১১.৪৯ টাকা।

অর্থাৎ, নগদ অ্যাপ দিয়ে ১,০০০ টাকা ক্যাশ আউট করার জন্য মোট ১০১১.৪৯ টাকা খরচ হবে।

৩. নগদ ইসলামিক একাউন্টের ক্যাশ আউট চার্জ

নগদ ইসলামিক একাউন্টের ক্যাশ আউট চার্জ রেগুলার একাউন্টের তুলনায় কিছুটা বেশি। নগদ কোড কিংবা নগদ ইসলামিক অ্যাপ থেকে ক্যাশ আউট করতে প্রতি হাজারে ১৩.০৫ টাকা চার্জ কাটা হয়, ভ্যাটসহ যার পরিমাণ দাড়ায় মোট ১৫.০০ টাকা।

অর্থাৎ, নগদ ইসলামিক একাউন্ট থেকে ১,০০০ টাকা ক্যাশ আউট করলে আপনার একাউন্ট থেকে ১,০১৫ টাকা কেটে নেওয়া হবে।

একনজরে নগদ একাউন্টের ক্যাশ আউট চার্জ

  • নগদ কোড দিয়ে ক্যাশ আউট চার্জ হাজারে ১৩.০৫ টাকা (ভ্যাট ছাড়া)
  • ভ্যাটসহ নগদ কোড দিয়ে প্রতি ১,০০০ টাকা ক্যাশ আউট চার্জ ১৫ টাকা।
  • নগদ অ্যাপে cashout  চার্জ ৯.৯৯ টাকা (ভ্যাট ছাড়া)
  • ভ্যাটসহ নগদ অ্যাপ দিয়ে প্রতি হাজারে ক্যাশ আউট চার্জ ১১.৪৯ টাকা।
  • নগদ ইসলামিক একাউন্টের ক্যাশ আউট চার্জ প্রতি হাজারে ১৫ টাকা।
নগদ কোডের চেয়ে অ্যাপ দিয়ে টাকা উঠানোর খরচ ৩.৫১ টাকা কম। তাই, আপনার স্মার্টফোন থাকলে নগদ অ্যাপ ডাউনলোড করে নিন এবং নগদ একাউন্টের ক্যাশ আউট চার্জ কমিয়ে ফেলুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
1 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • Md Tusar
    Md Tusar December 19, 2022 at 11:22 PM

    Wow

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

জরিপ টোয়েন্টিফোর ডটকম এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url