ফেসবুক ভিডিও অটো-প্লে বন্ধ করার উপায় - How to turn off Facebook video auto-play

ফেসবুকে ভিডিও অটোমেটিক প্লে হওয়ার বিষয়টি অনেকে হয়ত পছন্দ করেন, তবে অনেকে আবার ফেসবুকে ভিডিও অটোমেটিক প্লে বন্ধও করতে চান। ফেসবুক অ্যাপ বা ওয়েবসাইটে প্রবেশের পর ভিডিও অনাকাঙ্ক্ষিতভাবে চালু হয়ে গেলে বাড়তি ইন্টারনেটও খরচ হয়।
তবে ফেসবুকে ভিডিও অটো প্লে হওয়া কিন্তু একটি ফিচার মাত্র যা আপনি চাইলেই বন্ধ করতে পারবেন। ফেসবুক অ্যাপে ভিডিও অটো-প্লে সহজেই বন্ধ করতে পারবেন যেকোনো ব্যবহারকারী। যদিও ফেসবুকে ভিডিও অটো-প্লে হওয়ার এই ফিচারটি ডিফল্টভাবে চালু থাকে। তবে আপনি এই ফিচার বন্ধ রাখতে পারবেন।
আজকের পোস্টে জানবেন ফেসবুকে কিভাবে ভিডিও অটো-প্লে বন্ধ করতে হয়। ফেসবুকে ভিডিও অটো-প্লে আপনার কাছে বিরক্তিকর মনে হোক বা ডাটা সেভ করার জন্যই হোক, যেকোনো ক্ষেত্রেই ফেসবুকে ভিডিও অটো-প্লে হওয়ার ফিচারটি বন্ধ রাখতে পারবেন।

ফেসবুকে ভিডিও অটো-প্লে কেন বন্ধ রাখা দরকার

Facebook অটোপ্লে বন্ধ থাকলে ডেটা খরচ কমানো সম্ভব। এছাড়াও এমন কোনও পরিস্থিতিতে হয়তো আপনি রয়েছেন যেখানে নীরবতা বজায় রাখা দরকার। অটোপ্লে বন্ধ রাখলে সেক্ষেত্রে কোনও সমস্যা হয় না।

ফেসবুক ভিডিও অটো-প্লে বন্ধ করার উপায়

তাহলে চলুন জেনে নেওয়া যাক ব্রাউজার, ফেসবুক আইওএস(iOS) ও অ্যান্ড্রয়েড অ্যাপ(Android App) থেকে কিভাবে ফেসবুক ভিডিও অটো-প্লে বন্ধ করবেন

ওয়েবসাইট - website

  • যেকোনো ব্রাউজার থেকে ফেসবুক ওয়েবসাইটে প্রবেশ করুন
  • ডানদিকের টপ কর্নারে থাকা নিজের প্রোফাইল ইমেজের উপর Click করুন।
  • প্রথমে Settings & Privacy, তারপর Settings অপশন সিলেক্ট করুন।
  • বামদিকে থাকা Videos অপশন সিলেক্ট করুন।
  • এরপরে ভিডিও অটো-প্লে বন্ধ করতে Auto-Play Videos এর পাশে থাকা অপশন Off করে দিন।
এভাবে ফেসবুক আইওএস ও অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে ফেসবুক ভিডিও অটো-প্লে বন্ধ করতে পারবেন।

আইওএস অ্যাপ - iOS অ্যাপ থেকে ফেসবুক ভিডিও অটো প্লে বন্ধের উপায়

  • ফেসবুক অ্যাপ থেকে থ্রি-ডট বারে ট্যাপ করে মেন্যুতে প্রবেশ করুন।
  • তারপর প্রথমে Settings & Privacy ও এরপর Settings অপশনে ট্যাপ করুন।
  • প্রোফাইল সেটিংস মেন্যুতে ট্যাপ করুন।
  • তারপর নিচের দিকে স্ক্রল করে Media and Contacts অপশনে ট্যাপ করুন।
  • এবার Videos and Photos এ ট্যাপ করুন।
  • সবশেষে Autoplay অপশনে প্রবেশ করে ফিচারটি off করুন।

অ্যান্ড্রয়েড অ্যাপ - Android অ্যাপ থেকে ফেসবুক ভিডিও অটো প্লে বন্ধের উপায়

  • ফেসবুক অ্যাপে প্রবেশ করে মেন্যুতে প্রবেশ করে থ্রি-বার আইকনে ট্যাপ করুন।
  • তারপর নিচের দিকে স্ক্রল করে Settings & Privacy > Settings সিলেক্ট করুন।
  • প্রোফাইল সেটিংস মেন্যুতে ট্যাপ করুন।
  • এবার নিচের দিকে স্ক্রল করে Media and Contacts অপশনে খুঁজে নিয়ে ট্যাপ করুন।
  • তারপর Autoplay অপশনে প্রবেশ করুন ও Never Autoplay Videos সেট করুন।
এভাবে উপরে উল্লেখিত নিয়মে যেকোনো ডিভাইসে ফেসবুক ভিডিও অটো-প্লে বন্ধ করতে পারবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

জরিপ টোয়েন্টিফোর ডটকম এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url