Infinix কোন দেশের কোম্পানি এবং Infinix কোম্পানির সিইও (CEO) কে

Infinix কোন দেশের কোম্পানি : বর্তমান সময়ে জনপ্রিয় একটি মোবাইল ফোন নাম হচ্ছে ইনফিনিক্স। আমাদের দেশে এই ফোনটি লঞ্চ হওয়ার পরপরই এর চাহিদা অনেক বৃদ্ধি পেয়েছে।
ইনফিনিক্স ফোন গুলোর প্রতি মানুষের আগ্রহ হওয়ার প্রধান কারণ হলো কম দামে ভালো ফিচারস থাকা। আপনি সাধারণ ২৫ হাজার টাকার ফোনে যে সকল ফিচারস গুলো পাবেন, ঠিক একই ফিচারস গুলো Infinix ফোনের মধ্যে পেয়ে যাবেন।

আপনার বাজেট যদি কম হয় এবং আপনি যদি কম দামে ভালো ফোন কিনতে চান তাহলে আপনার জন্য Infinix কোম্পানি ফোন গুলো সেরা হবে। আপনি যখন ইনফিনিক্স ফোন কিনবেন তখন অবশ্যই এই ফোন এবং কোম্পানির বিষয় আপনাকে ভালো করে জানতে হবে।

যেমন – ইনফিনিক্স ( Infinix) কোম্পানির ফোন গুলো কেমন সার্ভিস দিচ্ছে, এটার কাস্টমার কেয়ার সেন্টার আপনার নিকটতম শহরে আছে কি না, Infinix কোন দেশের কোম্পানি সহ আরো বিভিন্ন ধরনের তথ্য গুলো জেনে নিবেন।

তাহলে চলুন প্রথমে জেনে আসি Infinix কোন দেশের কোম্পানি এবং ইনফিনিক্স ( Infinix) কোম্পানির মালিক কে সহ আরো বিভিন্ন ধরনের তথ্য সম্পর্কে।

Infinix কোন দেশের কোম্পানি?

ইনফিনিক্স (Infinix) হলো হংকংয়ের একটি মোবাইল কোম্পানি। এই কোম্পানি ২০১৩ সালে তাদের কোম্পানি প্রতিষ্ঠাতা করেন।

বেঞ্জামিন জ্যাং তিনি এই কোম্পানির ব্র্যান্ড প্রতিষ্ঠাতা করেন। Infinix প্রধান কার্যলয় গুলো প্যারিস, হংকং এবং ফ্রান্সে অবষ্ঠিত।

Infinix কোম্পানির সিইও (CEO) কে?

ইনফিনিক্স ( Infinix) কোম্পানির বর্তমান সিইও (CEO) হলেন Benjamin Jiang.

Infinix কোম্পানির মালিক কে?

Infinix কোম্পানির মালিক হলেন Transsion Holdings. তিনি হলেন ইনফিনিক্স (Infinix) কোম্পানির প্রধান ফাউন্ডার (founder).

Infinix কোম্পানির সদরদপ্তর কোথায় অবস্থিত? 

এই কোম্পানি সদরদপ্তর তিনটি দেশে অবস্থিত। এই দেশ গুলো হলো – হংকং, ফ্রান্স এবং প্যারিস।

Infinix কোম্পানির ইতিহাস (History of Infinix Company)

Transsion Holdings তিনি প্রথমে ২০১৩ সালে ইনফিনিক্স মোবাইল কোম্পানি প্রতিষ্ঠিত করে ছিলেন। তাছাড়া বর্তমানে এই কোম্পানির সর্বোচ্ছ শেয়ার তার।
যদিও Transsion Holdings এই কোম্পানি মালিক এবং ফাউন্ডার কিন্তু Infinix কোম্পানির চেয়ারম্যান (CEO) হিসেবে আছেন Benjamin Jiang.

ইনফিনিক্স কোম্পানির হেয়াডকোয়ার্টার হংকং, প্যারিস এবং ফ্রান্স এই তিনটি দেশে অবস্থিত। ২০১৩ সালে এই মোবাইল কোম্পানির প্রতিষ্ঠাতা হলেও ২০১৭ সালে মিশরের বাজারে ইনফিনিক্স কোম্পানির মোবাইল গুলো স্যামসাং, হুয়াওয়ের পরের স্থান দখল করে নেয়।
এরপর ২০১৮ সালে মে মাসে ইনফিনিক্স কোম্পানি নাইজেরিয়ার মোবাইল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ডেভিড অ্যাডেজি অ্যাডেলেক এর সাথে চুক্তি করেন। এবং ২০২০ সালের ২৫ জুন নাইজেরিয়ার ইলেক্ট্রনিক বাজারে প্রথম স্মার্টফোন টিভির ঘোষণা দেয়।

২০২২ সালে ১৮ই এপ্রিল ইনফিনিক্স (infinix) মোবাইল কোম্পানি নাইজেরিয়া সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে রিয়েলিটি টিভি তারকা এবং প্রভাব নৃত্যশিল্পীদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা দেয়।

২০১৭-২০১৮ সালে (ইনফিনিক্স) infinix কোম্পানি ইন্ডিয়ান সুপার লিগে মুম্বাই সিটি এফসি (Mumbai site FC) এর স্পন্সর ছিলো।

বর্তমানে ইনফিনিক্স (infinix) মোবাইল হংকং, ফ্রান্স, নাইজেরিয়া, ভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ আরো ৩২ টি দেশে ব্যবসা করছে।

Infinix কোম্পানির সেরা স্মার্টফোন

বর্তমানে ইনফিনিক্স (infinix) কোম্পানির সেরা কিছু স্মার্টফোনের নাম নিচে উল্লেখ করা হয়েছে -
  • Infinix Hot 11
  • Infinix Smart HD 2021
  • Infinix Smart 4
  • Infinix Hot 10 Play
  • Infinix Hot 11S
  • Infinix Hot 10S
  • Infinix Hot 10
  • Infinix Smart 5A

শেষ কথা 

আজকে আমরা জানলাম ইনফিনিক্স কোন দেশের কোম্পানি এবং Infinix কোম্পানির মালিক কে সহ আরো বিভিন্ন ধরনের তথ্য সম্পর্কে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
2 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • Faruk
    Faruk December 19, 2022 at 5:02 AM

    Nice model

  • Md Tusar
    Md Tusar December 20, 2022 at 2:57 AM

    Nice

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

জরিপ টোয়েন্টিফোর ডটকম এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url