ভারতের বর্তমান রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল
২০২২ সালে ভারতের কতগুলো রাজ্য আছে ও সেগুলোর নাম কি কি: আপনি জানেন কি ২০২২ সালে ভারতের কতগুলো রাজ্য আছে? আজ আমরা আপনাকে ভারতের কতগুলো রাজ্য আছে ও নাম কি কি তা জানাতে যাচ্ছি। ভারত অঞ্চল হিসেবে বিশ্বের ৭তম বৃহত্তম দেশ।
এমন অবস্থায় আপনি জানতে চাইবেন এতো বড় দেশ ভারতের কয়টি রাজ্য রয়েছে। বিশ্বের প্রায় সব দেশই রাজ্য দ্বারা বিভক্ত যাতে দেশের অগ্রগতিতে কোনো বাধা না থাকে।কোন দেশের রাজ্য গুলো যখন উন্নতি হয়, তখন সেই দেশকে এগিয়ে যায়। ভারত চীনের পরে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ। ভারতের জনসংখ্যা ১৩৬ কোটির ও বেশি। ভারত রাজ্য ভাষার ভিত্তিতে বিভক্ত। ভারতে আপনি প্রতিটি রাজ্যের বিভিন্ন ভাষার এবং জীবন-যাপনের সন্ধান পাবেন। ভারতের জাতীয় ভাষা হিন্দি কারণ ভারতের হিন্দি সবচেয়ে বেশি প্রচলিত ভাষা।
ইন্ডিয়াতে কতগুলো রাজ্য আছে?
ইন্ডিয়াতে বর্তমানে ২৮ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল ৯ টি রয়েছে। আপনার তথ্য জেনে রাখার জন্য বলছি যে ২০১৪ সালের আগে ভারতের ২৭ টি রাজ্য ছিল, কিন্তু ২শে জুন, ২০১৪ সালে তেলেঙ্গানা নামে একটি নতুন রাজ্য তৈরি হয়েছিল। তেলেঙ্গানা রাজ্য আগে অন্ধ্র প্রদেশের অংশ ছিল। ভারতে কয়টি রাজ্য আছে তার আগে বলে রাখা ভালো - রাজস্থান আয়তনের দিক দিয়ে ভারতের বৃহত্তম রাজ্য এবং জনসংখ্যার দিক থেকে উত্তর প্রদেশ ভারতের বৃহত্তম রাজ্য। নিচে ভারতের রাজ্যের নাম এবং তাদের রাজধানীর নাম উল্লেখ করা হলো:
   রাজ্যের নাম :                   রাজধানীর নাম: 
১. অন্ধ্র প্রদেশ ------------------ হায়দ্রাবাদ, অমরাবতী
২. অরুণাচল প্রদেশ ------------ ইটানগর
৩. আসাম ----------------------- দিসপুর
৪. বিহার -------------------------পাটনা
৫. ছত্রিশগড় ------------------- রায়পুর
৬. গোয়া ----------------------- পানাজি
৭. গুজরাট -------------------- গান্ধীনগর
৮. হরিয়ানা--------------------- চন্ডিগড়
৯. হিমাচল প্রদেশ ------------ সিমলা
১০. ঝাড়খন্ড ------------------ রাঁচি
১১. কর্ণাটক ------------------- ব্যাঙ্গালোর
১২. কেরল -------------------- তিরুবন্তপুরম
১৩. মধ্য প্রদেশ ------------- ভোপাল
১৪. মহারাষ্ট্র ----------------- মুম্বাই
১৫. মনিপুর -----------------  ইম্ফল
১৬. মেঘালয় ---------------- শিলং
১৭ মিজোরাম -------------- আইজল
১৮. নাগাল্যান্ড ------------- কোহিমা
১৯. ওড়িশা ----------------- ভুবনেশ্বর
২০. পাঞ্জাব ---------------- চন্ডিগড়
২১. রাজস্থান -------------- জয়পুর
২২. সিকিম --------------- গ্যাংটক
২৩. তামিলনাডু ---------- চেন্নাই
২৪. তেলেঙ্গানা ---------- হায়দারাবাদ
২৫. ত্রিপুরা --------------- আগরতলা
২৬. উত্তরাখণ্ড ---------- দেরাদুন
২৭. উত্তর প্রদেশ -------- লখনৌ
২৮. পশ্চিমবঙ্গ --------- কলকাতা
ইন্ডিয়াতে কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে এবং সেগুলোর নাম কি কি?
৯ টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে ভারতে, কেন্দ্রশাসিত অঞ্চল কেন্দ্রীয় সরকার দ্বারা শাসিত হয়। কেন্দ্রশাসিত অঞ্চল গুলোর নাম নিম্নরূপ:
            ১. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
            ২. চন্ডিগড়
            ৩.দাদ্রা ও নগর হাভেলি
            ৪. দামান ও দিউ
            ৫. লক্ষদ্বীপ
            ৬. পুডুচেরি
            ৭. দিল্লি
            ৮. জম্মু-কাশ্মীর
            ৯. লাদাখ
ভারতের সবচেয়ে বড় ও সবচেয়ে ছোট রাজ্য কোনটি?
আগেই বলেছি আয়তনের দিক থেকে রাজস্থান দেশের বৃহত্তম রাজ্য। ইন্ডিয়ার পশ্চিমাঞ্চলে অবস্থিত এ রাজ্যটির। রাজস্থান রাজ্যটি প্রতিবেশী দেশ পাকিস্তানের সীমান্তবর্তী রাজ্য। উত্তর প্রদেশ জনসংখ্যার দিক দিয়ে ভারতের সবচেয়ে বৃহত্তম রাজ্য। গোয়া আয়তনের দিক থেকে সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্য এবং সিকিম জনসংখ্যার দিক থেকে সবচেয়ে ছোট রাজ্য।
আশা করি আপনি অবশ্যই সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়েছেন এবং ২০২২ সালে ভারতের কতগুলো রাজ্য আছে ও তার নাম কি কি সেগুলো সম্পর্কে জানতে পেরেছেন। আমরা সব সময় আশা করি আপনি সঠিক তথ্যটি জানুন। এ পোষ্টটি সম্পর্কে আপনার যদি কোন মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করবে।
Nice information
ধন্যবাদ
wonderfull
ধন্যবাদ
nice post
ধন্যবাদ
nice post
So nice
ধন্যবাদ
Very good
ধন্যবাদ
nice post
ধন্যবাদ
Nice
ধন্যবাদ