বিশ্বের সেরা স্মার্টফোন - বিশ্বের সেরা ১০ টি স্মার্টফোন 2022

 গতবছর স্মার্টফোনের বাজারে বজললেস ডিসপ্লে বা ওয়াটার ড্রপ নচ এর মত নতুন কিছু ডিভাইস ট্রেন্ড এসেছিল। সেইসাথে ডুয়েল বা ট্রিপল ক্যামেরায় ব্যাকগ্রাউন্ড ব্লার পড়ার ফিচারটি ও খুব জনপ্রিয়তা তৈরি করেছিল। বিশ্বের সেরা স্মার্টফোন গুলোর মধ্যে 2022 সালে এসে এই ফোন গুলোর ফিচারে একটু উন্নত রূপ দেখা যাচ্ছে। তাহলে চলুন দেখে আসি বিশ্ব সেরা দশটি স্মার্টফোন।


০১. অ্যাপল আইফোন ১৩প্রো ম্যাক্স-Apple iPhone13 Pro Max:

বিশ্বের সেরা স্মার্টফোন এর তালিকায় আমরা শীর্ষে নাম রেখেছি আইফোন ১৩ প্রো ম্যাক্স। আইফোন ১৩ প্রো ও প্রো ম্যাক্স এর স্পেসিফিকেশন এক হলেও ব্যাটারি ব্যাকআপ এর দিক দিয়ে সব ফোনের চেয়ে এগিয়ে থাকবে আইফোন ১৩ প্রো ম্যাক্স। এর ফলে আইফোন ১৩ প্রো ম্যাক্স কে বিশ্বের সেরা স্মার্টফোন 2022 এর তালিকায় শীর্ষ জয়ী গণ্য করা যায়। আইফোন ১৩ প্র সিরিজের ফোনগুলোর অসাধারণ ক্যামেরা, দৃষ্টিনন্দন ডিজাইন ও ১২০হাজযুক্ত রিফ্রেশ রেড মিলিয়ে আইফোন ১৩ প্রো ম্যাক্স অন্যান্য ফোনের চেয়ে একধাপ এগিয়ে থাকবে। বিশ্বের বাজারে ১ নাম্বার মোবাইল ব্যান্ড অ্যাপল।

আইফোন ১৩ প্রো ম্যাক্স এর স্পেসিফিকেশন:

  • ডিসপ্লে:৬.৭ ইঞ্চি
  • প্রসেসর:এ১৫ বায়োনিক
  • মেইন ক্যামেরা: ১২ মেগাপিক্সেল থ্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরা: ১২ মেগা পিক্সেল
  • র‍্যামঃ  ৬ জিপি
  • স্টোরেজঃ ১২৮জিবি/২৫৬জিবি/৫১২জিবি/১টিবি
  • ব্যাটারিঃ ৪৩৮৩মিলিএম্প
  • দাম:৯৩,৪১৫ টাকা

০২. স্যামসাং গ্যালাক্সি এস২১ আল্ট্রা - Samsung Galaxy S21 Ultra:

নামের পাশাপাশি বিশ্বের সেরা স্মার্টফোন গুলোর মধ্যে স্যামসাং আল্ট্রা পারফরম্যান্স দেখিয়েছে। স্যামসাং গ্যালাক্সি এস21 আল্ট্রা বিশ্বের সেরা স্মার্টফোন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ম্যাডনেসকে সাথে নিয়েই স্মার্টফোন হিসেবে এই বছর প্রতিযোগিতা তাদের অনেক পেছনে ফেলে এগিয়ে গিয়েছে স্যামসাং এস২১আলট্রা। আল্ট্রা সনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং স্টিরিও স্পিকার সহ নিখুঁত ছোঁয়া রয়েছে স্যামসাং গ্যালাক্সি এস২১ আল্ট্রা ফোনটিতে। এসব আকর্ষণ এবং নান্দনিক ডিজাইনের কারণে যে কেউ এই ফোনটি দেখে পছন্দ করতে বাধ্য হবে।

স্যামসাং গ্যালাক্সি এস২১ আল্ট্রা স্পেসিফিকেশন:

  • ডিসপ্লেঃ ৬.৮ইঞ্চি
  • প্রসেসরঃ এক্সিনোজ ২১০০
  • মেইন ক্যামেরাঃ ১০৮মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৪০মেগাপিক্সেল
  • র‍্যামঃ ১২জিবি/১৬জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি/২৫৬জিবি/৫১২জিবি
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
  • দামঃ৬৭,৯০০ টাকা

০৩. অ্যাপল আইফোন ১৩ প্রো -Apple iPhone 13 Pro:

বিশ্বের সেরা স্মার্টফোন গুলোর মধ্যে অ্যাপল আইফোন ১৩ প্রো তিন নম্বর স্থান দখল করে নিয়েছে। যারা ফটোগ্রাফি ও ভিডিও রেকর্ড করতে পছন্দ করে তাদের জন্য এই ফোনটি অত্যন্ত পছন্দের একটি ফোন। যারা সবচেয়ে বড় আইফোন ক্যামেরা সেন্সর খুঁজছেন তাদের জন্য অ্যাপল আইফোন এক দেখাতেই পছন্দ করবেন এটা গ্যারান্টি। ফটোগ্রাফিক স্টাইল, ভিডিও, ম্যাক্রো ফটোগ্রাফি সহ অসংখ্য ফটোগ্রাফির ফিচার নিয়ে আইফোন ১৩ প্রো আমাদের সেরা স্মার্টফোন এর তালিকায় তৃতীয় স্থান দখল করে নিয়েছে।

অ্যাপল আইফোন ১৩ প্রো স্পেসিফিকেশন:

  • ডিসপ্লেঃ ৬.১ইঞ্চি
  • প্রসেসরঃ এ১৫ বায়োনিক
  • মেইন ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল থ্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৬জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি/২৫৬জিবি/৫১২জিবি/১টিবি
  • ব্যাটারিঃ ৩১২৫মিলিএম্প
  • দামঃ৮৪,৯০০ টাকা

০৪. অ্যাপল আইফোন ১৩ - Apple iPhone 13:

বিশ্বের সেরা ১০টি স্মার্টফোনের তালিকায় সদ্য মুক্তি পাওয়া আইফোন ১৩ থাকবে না এটা হতে পারে না। নতুন এ১৫ বায়োনিক চিপ এর কল্যাণে আইফোন ১৩ অনেক ছোট নচ নতুন ক্যামেরা প্লেসমেন্ট অনেক পরিবর্তন এসেছে অ্যাপল আইফোন ১৩ তে। আইফোন ১৩ তে ডিজাইনের পাশাপাশি উন্নতি এসেছে ব্যাটারি লাইফ। আগের আইফোন ১২ মডেল থেকে প্রায় ২.৫ ঘন্টা অধিক ব্যাটারি ব্যাকআপ নিয়ে আইফোন ১৩ খুব সহজেই আমাদের বিশ্বের সেরা স্মার্টফোন এর তালিকায় স্থান করে নিয়েছে।

আইফোন ১৩ এর ক্যামেরাতেও এসেছে অনেক কিছু পরিবর্তন। আইফোন ১৩ তে সেন্সর শিফট স্ট্যাবিলাইজেশন ভিডিও রেকর্ডিং হবে অধিক স্মুথ। আইফোন ১৩ তে বেস্ট স্টোরেজ ৬৪ জিবি থেকে বাড়িয়ে ১২৮ জিবি করেছে অ্যাপল। নতুন আইফোনের হাত ধরে দাম কমেছে বিগত বছরের সেরা তালিকায় থাকা আইফোন ১২ সিরিজের ফোনগুলোর। তাই যারা কম দামে আইফোন নিতে চাচ্ছেন তাদের জন্য আইফোন পছন্দের তালিকায় থাকবে।

অ্যাপল আইফোন ১৩স্পেসিফিকেশন:

  • ডিসপ্লেঃ ৬.১ইঞ্চি
  • প্রসেসরঃ এ১৫ বায়োনিক
  • মেইন ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি/২৫৬জিবি/৫১২জিবি
  • ব্যাটারিঃ ৩২৪০মিলিএম্প
  • দামঃ ৬৭,৯০০ টাকা

০৫. শাওমি এম আই ১১-Xiaomi Mi 11:

শাওমি এমআই ১১ কোনটি সেরা স্মার্টফোনের মধ্যে পঞ্চম স্থান দখল করে রেখেছে। শাওমি এমআই ১১ তে কোয়াড কাব ডিসপ্লে ও আকর্ষণীয় ডিজাইনের সাথে শক্তিশালী স্নাপড্রাগণ ৮৮৮ প্রসেসর ফোনটিকে অনেক আগ্রহী করে তুলেছে। এছাড়াও ১০৮ মেগা পিক্সেল ত্রিপল যেকোনো ধরনের ফটোগ্রাফি সম্ভব শাওমি এমআই ১১ ফোনটিতে।


শাওমি এম আই ১১স্পেসিফিকেশন:

  • ডিসপ্লেঃ ৬.৮১ইঞ্চি
  • প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮৮৮
  • মেইন ক্যামেরাঃ ১০৮মেগাপিক্সেল থ্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ২০মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৬জিবি/৮জিবি/১২জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি/২৫৬জিবি
  • ব্যাটারিঃ ৪৬০০মিলিএম্প
  • দামঃ৫৯,৪০০ টাকা

০৬. অপো ফাইন্ড এক্স৩ প্রো-Oppo Find X3 Pro:

বিশ্বের সেরা দশটি স্মার্টফোনের তালিকায় অপো এক্স থ্রি প্রো জায়গা করে নিয়েছে।অপো্র টপ টিয়ার ফ্লাগশিপ সিরিজ, ফাইন্ড এক্স এর সংযোজন। অপো ফাইন্ড এক্স ৩ প্রো অসাধারণ স্পেসিফিকেশন ও পারফরম্যান্সের জন্য জনপ্রিয়তা অর্জন করেছে। এছাড়াও অপো বরাবরই তাদের ক্যামেরার জন্য পরিচিতি লাভ করে থাকে। ব্যাতিক্রম থাকছে না এই ফোনের ক্ষেত্রেও।

অপো ফাইন্ড এক্স থ্রি প্রো ফোনটিতে রয়েছে ইউনিক ডিজাইন ওয়ানপ্লাস ৯ প্রো এর মত ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং। এছাড়াও রয়েছে  ফোনটিতে থাকা স্পেশাল মাইক্রোস্কোপিক ক্যামেরা ফোনটিকে করেছে অনন্য। স্ন্যাপড্রাগন ৮৮৮ এর কল্যাণে ফোনটি শক্তিশালী পাওয়ার হাউস ও বটে।


অপো ফাইন্ড এক্স৩ প্রো-Oppo Find X3 Pro স্পেসিফিকেশন:

  • ডিসপ্লেঃ ৬.৭ইঞ্চি
  • প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮৮৮
  • মেইন ক্যামেরাঃ ৫০মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৩২মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৮জিবি / ১২জিবি / ১৬জিবি
  • স্টোরেজঃ ২৫৬জিবি/৫১২জিবি
  • ব্যাটারিঃ ৪৫০০মিলিএম্প
  • দামঃ ৭২,২০০ টাকা

০৭. স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩ - Samsung Galaxy Z F0ld 3:

স্যামসাং এর তৃতীয় জেনারেশনের ফোল্ডবল ডিভাইস স্যামসাং গ্যালাক্সি ফোল্ড ৩ আমাদের সেরা স্মার্টফোনের তালিকায় সপ্তম স্থানে রয়েছে। এই ফোনটি সুবিধা হল ভবিষ্যৎমুখী ভাবনা বিবেচনা করে ফোনটি তৈরি করা হয়। গত জেনারেশনের ফোন গুলোর চেয়ে অনেকটা পথ এগিয়ে রয়েছে স্যামসাং। ফোল্ডেবল প্রযুক্তি এবং স্যামসাংয়ের অসাধারণ ডিসপ্লে প্রযুক্তি এক হয়ে ফোল্ডে ৩ ফোনটিকে একটি অসাধারণ ডিভাইস পরিণত করেছে। স্নাপড্রাগণ ৮৮৮ চিপসেটের সাথে ১২০ হার্জ রিফ্রেশ রেট মিলিয়ে স্যামসাং গ্যালাক্সি জেড যেকোনো কাজ দ্রুত করতে পারে।

স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩ স্পেসিফিকেশন:

  • ডিসপ্লেঃ ৭.৬ইঞ্চি
  • প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮৮৮
  • মেইন ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল থ্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১০মেগাপিক্সেল
  • র‍্যামঃ ১২জিবি
  • স্টোরেজঃ ২৫৬জিবি/৫১২জিবি
  • ব্যাটারিঃ ৪৪০০মিলিএম্প
  • দামঃ ১,৫৯৯ মার্কিন ডলার

০৮. শাওমি এম আই ১১ আলট্রা – Xiaomi Mi 11 Ultra:

শাওমি এমআই ১১ আল্ট্রা ফোন ফিচার সমূহ বলে শেষ করা যাবে না। ফোনটিতে জানা-অজানা অসংখ্য চমৎকার সব চমকে পরিপূর্ণ। তিনটি৪৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ফোনের ব্যাক একটি ১.১ ইঞ্চি সেকেন্ডারি ডিসপ্লে রয়েছে এই ফোনটিতে। এমআই ১১ আল্ট্রা ফোনটির প্রত্যেকটা ফিচার সেই কোনো না কোনো চমক থাকবে। এই ফোনটিতে ৬৭ ওয়ার্ল্ড ফাস্ট চার্জিং,আরো রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরার পাশাপাশি রয়েছে 48 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ও ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা।৪৮ মেগাপিক্সেল টেলি ফটো ক্যামেরা ৫ এক্স অপটিক্যাল জুম ও১২০ এক্স ম্যাক্স জুম করতে সক্ষম। এগুলোর কারণে এই ফোনটি বিশ্বের সেরা স্মার্টফোনের তালিকায় রয়েছে।

  • ডিসপ্লেঃ ৬.৮১ইঞ্চি
  • প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮৮৮
  • মেইন ক্যামেরাঃ ৫০মেগাপিক্সেল থ্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ২০মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৮জিবি/১২জিবি
  • স্টোরেজঃ ২৫৬জিবি/৫১২জিবি
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
  • দামঃ ১,০৯০০০ টাকা

০৯. আসুস আরওজি ফোন ৫ – Asus ROG Phone 5:

বিশ্বের সেরা স্মার্টফোনের তালিকায় আসুস আরওজি ফোন ৫টি স্থান দখল করে রয়েছে । গেমারদের কথা মাথায় রেখে এ ফোনটি তৈরি করা হয়েছে। ১৪৪ হার্জ এর ব্রেকফাস্ট রিফ্রেশ রেট ও স্নাপড্রাগণ ৮৮৮ আদলে যেকোনো ধরনের গেম ম্যাক্স সেটিং এ খেলা যাবে। আসুস আরওজি ফোন ৫ যেকোনো মোবাইল গেমারদের জন্য স্বপ্নের ফোনে পরিণত করেছে।


আসুস আরওজি ফোন ৫ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৭৮ইঞ্চি
  • প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮৮৮
  • মেইন ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল থ্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ২৪মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৮জিবি/১২জিবি/১৬জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি/২৫৬জিবি
  • ব্যাটারিঃ ৬০০০মিলিএম্প
  • দামঃ ৪৯,৯৯৯রুপি

১০. ওয়ানপ্লাস ৯ প্রো – OnePlus 9 Pro:

বিশ্বের সেরা দশটি ফোনের তালিকায় আসুস আরওজি ফোন ৫ সেরা স্মার্টফোন এর কাতারে বেশ সহজেই নিজেদের জায়গা দখল করে নিয়েছে ওয়ানপ্লাস 9 প্রো। হ্যাসেলব্লেড-টিউনড ক্যামেরার জন্য ওয়ান প্লাস নাইন অন্যান্য ফোনের সাথে টক্কর দিবে সমানতালে।ফাস্ট ওয়্যারলেস চার্জিং এর পাশাপাশি অসাধারণ দেখতে কিউএইচডি ডিসপ্লে ও ১২০হার্জ রিফ্রেশ রেট মিলিয়ে অস্থির একটি স্মার্টফোন প্যাকেজে পরিণত হয়েছে ওয়ানপ্লাস ৯ প্রো। ফোনটিতে টপ অফ দ্যা লাইন, স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসরের পাশাপাশি কোয়াড ক্যামেরা সেটাপ ফোনটিকে যেকোনো ধরনের ব্যবহারকারীর জন্য একটি আকর্ষণীয় ডিলে পরিণত করেছে।

ওয়ানপ্লাস ৯ প্রো এর স্পেসিফিকেশনঃ
  • ডিসপ্লেঃ ৬.৭ইঞ্চি
  • প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮৮৮
  • মেইন ক্যামেরাঃ ৫০মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৮জিবি/১২জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি/২৫৬জিবি
  • ব্যাটারিঃ ৪৫০০মিলিএম্প
  • দামঃ ৬৪,৯৯৯রুপি

আপনার কী মতামত? কমেন্টে জানান!

আপনি অনলাইনে যতগুলো স্মার্টফোন র‍্যাংকিং পাবেন, তা একটা আরেকটার সাথে মিলবেনা। এমনকি আপনার নিজের বিবেচনায়ও হয়ত আলাদা র‍্যাংকিং চলে আসবে। jorip24.com সমকালীন তথ্য ও প্রযুক্তি বিষয়ক তথ্য জানতে আমাদের সঙ্গেই থাকুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
6 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • This is my n.b telecom
    This is my n.b telecom February 26, 2022 at 8:42 PM

    to be continue

    • jorip
      jorip March 7, 2022 at 5:22 PM

      ধন্যবাদ

  • Naim
    Naim March 6, 2022 at 7:14 AM

    Very good

    • jorip
      jorip March 7, 2022 at 5:22 PM

      ধন্যবাদ

  • Ridoy
    Ridoy March 9, 2022 at 2:38 AM

    Wow wonderful

    • jorip
      jorip March 9, 2022 at 5:33 AM

      ধন্যবাদ

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

জরিপ টোয়েন্টিফোর ডটকম এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url